কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৩১ জুলাই, ২০১৯ এ ০৩:৪৮ PM
কন্টেন্ট: পাতা
| ক্র: নং | সেবার ধরণ | সেবা
| সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ (Problems & Challenges) | ||
|---|---|---|---|---|---|
| নাগরিক পর্যায় (Problems) | সরকারী পর্যায় (Challenges) | ||||
| ০১
| সহায়তা | ১.১ প্রযুক্তি সহায়তা | · কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সমূহ কৃষকদের নিকট হস্তান্তর (Technology Transfer)। · প্রদর্শনী প্লট স্হাপন, মাঠ দিবস উদযাপন, কৃষক র্যালী ইত্যাদি । | ◊ প্রাথমিক পর্যায়ে কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সমূহ গ্রহণে ঝুঁকি মনে করা। ◊ কৃষকদের শিক্ষা ও কৃষি বিষয়ক পর্যাপ্ত জ্ঞানের অভাব। ◊ নতুন প্রযুক্তি গ্রহণে অনাগ্রহ। ◊কৃষকদের আর্থিক সমস্যা। | ◊ প্রয়োজনীয় জনবলের অভাব ◊প্রদর্শনী প্লট স্হাপন, মাঠ দিবস ও কৃষক র্যালী বাস্তবায়নের জন্য অপ্রতুল অর্থ বরাদ্দ। ◊Technology Transfer Flow irregular. |
| ১.২ মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করা | · নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরণের ব্যবস্হা করা। | ◊ কৃষকদের বীজ উৎপাদনে অতিরিক্ত উৎপাদন ব্যয় ভার বহনে অনীহা। ◊বীজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় গুদাম/পাত্রের অভাব। ◊সংরক্ষিত বীজ খাবার হিসাবে ব্যবহার। ◊ উৎপাদিত বীজ বিপণনে সমস্যা। | ◊ বীজগুদাম ও সংরক্ষণা- গারের অভাব। ◊ উৎপাদিত বীজ সরকারী প্রতিষ্ঠান কর্তৃক গ্রহণে অনীহা। | ||
| ১.৩ কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান | · সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান। · কৃষি ঋণ প্রাপ্তির অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়নে সহায়তা প্রদান। · ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা। | ◊সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণে হয়রানির স্বীকার হওয়া। ◊সুদের হার বেশী। | ◊আর্থিক প্রতিষ্ঠানের স্বতস্ফুর্ত সহযোগিতার অভাব। | ||
| ১.৪ কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহায়তা | · কৃষি বিষয়ক যেকোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো। | ◊ আধুনিক তথ্য ও যোগাযোগ ব্যবস্হা বিষয়ে কৃষকদের জ্ঞানের অভাব। ◊প্রযুক্তি গ্রহণে আর্থিক সামর্থ্যের অভাব। | ◊ আধুনিক তথ্য ও যোগাযোগ ব্যবস্হার প্রয়োজনীয় কর্মসূচী ও অবকাঠামোর অভাব। ◊দক্ষ জনবলের অভাব। | ||
| ১.৫ সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান | · কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও গবেষণা সংস্হার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান। | ◊কৃষকের চাহিদা মাফিক সমন্বিত সেবার অপ্রতুলতা। ◊সেবা গ্রহণে আর্থিক সামর্থ্যের অভাব। | ◊সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি। | ||
| ১.৬কৃষি পণ্য বিপনণে সহায়তা করা। | · কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত করণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা প্রদান। | ◊কৃষক সংগঠনের অভাব। ◊পণ্য পরিবহণে যথাযথ যোগাযোগ ব্যবস্হার অভাব। ◊কৃষিপণ্য বিপণনে মধ্যস্বত্ব- ভোগীদের দৌরাত্ব। ◊কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্হার অভাব। ◊কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রসেসিং এ সমস্যা। | ◊ মধ্যস্বত্ব ভোগী ও ফড়িয়াদের প্রভাব মুক্ত কৃষিপণ্য বাজার ব্যবস্হা পরিচালনায় দুর্বলতা। ◊বাজার ব্যবস্হা গড়েতোলার জন্য পর্যাপ্ত আর্থিক সহযোগিতার অভাব। | ||
| ১.৭ কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা | · কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও নানাবিধ ব্যবহার মুখী পণ্যে রুপান্তরে কারিগরী সহায়তা প্রদান। | ◊কৃষকদের জ্ঞানের অভাব। ◊কৃষকদের আর্থিক অস্বচ্ছলতা।
| ◊আর্থিক বরাদ্দ অপ্রতুল। ◊দক্ষ জনবলের অভাব। ◊বাজারজাত করণে সরকারী সহায়তার অভাব।
| ||
| ০২ | প্রশিক্ষণ | প্রশিক্ষণ প্রদান | · কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান। | ◊ প্রশিক্ষণে অংশ গ্রহণে কৃষকের সময়ের অভাব। ◊ প্রশিক্ষণ প্রাপ্ত প্রযুক্তি প্রয়োগে কৃষকের আর্থিক অস্বচ্ছলতা। ◊অপ্রতুল প্রশিক্ষণ ভাতা। | ◊কৃষকদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা। ◊প্রশিক্ষণ ভাতা কম । ◊হাতে কলমে শিক্ষাদানে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রীর স্বল্পতা। ◊উচ্চতর প্র্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবলের অভাব। |
| ০৩ | পুনবার্সন | কৃষি পুনবার্সনে সহায়তা | · বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান। | · ছবি উত্তোলন ও ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে কৃষকদের অনীহা। · ক্ষতির তুলনায় কৃষি পুনবার্সনের অপ্রতুলতা। · সব ধরনের কৃষক এ সুবিধা পায় না। | · প্রভাবমুক্ত থেকে যথাসময়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রনয়নে সমস্যা। · প্রয়োজনীয় জনবলের অভাব। · আর্থিক বরাদ্দের অপর্যাপ্ততা। |
| ০৪ | কৃষি ভর্তুকি | কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা প্রদান | · কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণ। | · ছবি উত্তোলন ও ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে কৃষকদের অনীহা। · ক্ষতির তুলনায় কৃষি পুনর্বাসনের অপ্রতুলতা। · সব ধরনের কৃষক এ সুবিধা পায় না। | · বাজেটের অভাব। · পৃথক বাজেট বরাদ্দ থাকে না। |
| ০৫ | ব্যাংক হিসাব খুলতে সহায়তা | ১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে সহায়তা প্রদান
| ◊সহজ প্রক্রিয়ায় ১০ টাকা জামানতের বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে কৃষকদের সহায়তা প্রদান।
| · ছবি উত্তোলন ও ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে কৃষকদের অনীহা।
| · প্রয়োজনীয় জনবলের অভাব।
|
| ০৬ | উপকরণ সহায়তা | কৃষি উপকরণ সহায়তা প্রদান
| কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কর্তৃক সময়ে সময়ে চাষীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। | · সব ধরনের কৃষক এ সুবিধা পায় না। | · প্রভাবমুক্ত থেকে যথাসময়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রনয়নে সমস্যা। · প্রয়োজনীয় জনবলের অভাব। · আর্থিক বরাদ্দের অপর্যাপ্ততা। |
| ০৭ | সার ডিলার নিয়োগ ও বালাইনাশকের লাইসেন্স প্রদান | ৪.১সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ | · প্রতিটি ইউনিয়ন হতে এক(০১) জন BCICসারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক(০১) জন খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা হয়। | ◊ সরকারী নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতা। ◊ প্রতি ওয়ার্ডে একজন খুচরা সার বিক্রেতা দ্বারা সুষম সার ব্যবস্থাপনায় জটিলতা | ◊একই ইউনিয়ন বা উপজেলায় পূর্বে নিযোগকৃত একাধিক ডিলারদের বর্তমান নীতিমালা অনুসারে ইউনিয়ন ভিত্তিক ডিলারশীপ বন্টনে জটিলতা। |
| ৪.২ বালাই নাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান | · বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান। · বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ।
| ◊বালাইনাশকের ক্ষতির ব্যবহার বিষয়ক জ্ঞানের অভাব। ◊যথাযথ বালাইনাশক ব্যবহারে কৃষকের বিভ্রান্তি।
| ◊দক্ষ জনবলের অভাব।
| ||
| ০৮ | সংনিরোধ | সংনিরোধ সেবা | ◊কোয়ারেনটাইন রুলস প্রয়োগের মাধ্যমে সমুদ্র,স্থল ও বিমান বন্দরে বৈদেশিক রোগবালাই এর অনুপ্রবেশ ও বিস্তার প্রতিরোধ করা। ◊দেশের অভ্যন্তরে ও আঞ্চলিক পর্যায়ে মারাত্বক বালাই অনুপ্রবেশ ও বিস্তার রোধে সেবা প্রদান করা। | ◊সংগনিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতার অভাব। | ◊দক্ষ জনবলের অভাব। ◊জনবলের অপর্যাপ্ততা।
|
| ০৯ | মনিটরিং
| ৯.১ সার মনিটরিং
| ◊সারের আগমনী বার্তা প্রাপ্তির পর বিধি মোতাবেক বিত্রয়ের অনুমতি প্রদান। ◊ সার উত্তোলন, মজুদ ও সরবরাহ কার্যের নিয়ন্ত্রণ ও মনিটরিং। ◊ সারের মান ও বাজার নিয়ন্ত্রণ। ◊ ভেজাল সারের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন। | ◊ কারখানা থেকে সময় মতো বরাদ্দ না পাওয়ায় হয়রানির স্বীকার।
| ◊ সময় মতো সার সরবরাহে যোগাযোগ ও পরিবহনে সমস্যা। ◊ সার ব্যবস্থাপনায় দুর্বল আইন |
| ৯.২ বালাই নাশকের মনিটরিং | ◊সারেরনাশকেরমান ও বাজার নিয়ন্ত্রণ। ◊ ভেজাল নাশকেরনমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ। | ◊জনগণের সচেতনতা ও যথাযথ জ্ঞানের অভাবে অনেক সময় ভেজাল/নকল ও মেয়াদোতীর্ণ বালাইনাশক কিনে প্রতারিত হয়। | ◊ পরিদর্শক কর্তৃক ভেজাল ও নকল বালাইনাশকমজুদকারীর বিরুদ্ধে তাৎক্ষনিক শাস্তি প্রয়োগের বিধান না থাকায় আইনের ফাক ফোকর দিয়ে অপরাধী বেশীর ভাগ ক্ষেত্রেই পার পেয়ে যায়। | ||
| ১0 | LCCব্যবহার | লীফ কালার চার্ট ব্যবহার | · লীফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান।
| ◊ কৃষকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব।
| ◊ পর্যাপ্ত পরিমাণে লীফ কালার চার্ট (LCC) সরবরাহের অভাব।
|
| ১১ | গুটি ইউরিয়া ব্যবহার | গুটি ইউরিয়া ব্যবহার | ◊ গুটি ইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের পরামর্শ প্রদান।
| ◊ কৃষকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব। ◊ পর্যাপ্ত প্রয়োগ যন্ত্রের স্বল্পতা। | ◊ প্রয়োগ যন্ত্র সরবরাহের স্বল্পতা। ◊ মান সম্মত প্রয়োগ যন্ত্রের অভাব |
| ১২ | মাটির স্বাস্হ্য সংরক্ষণ | মাটির স্বাস্হ্য সংরক্ষণ। | · মাটির স্বাস্হ্য সেবায় সুষম সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ ও শস্য পযার্য় বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা। · উপজেলা পর্যায়ে Soil Testing Kit ওমৃত্তিকাসম্পদউন্নয়নইনষ্টিটিউটএরপরীক্ষাগারওভ্রাম্যমাণ মৃত্তিকাপরীক্ষাগারেকৃষকের মাটি পরীক্ষা পূর্বক ফসল ভিত্তিক সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগের সুপারিশপ্রদান। · উপজেলা নির্দেশিকা অনুসারে সার সুপারিশ প্রদান করা। · শস্য পর্যায় ভিত্তিক ফসল আবাদ পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান। · জৈব কম্পোষ্ট, ভার্মি কম্পোষ্ট, খামারজাত সার প্রস্তুত ও ব্যবহারে কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান। | ◊ অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য শস্যের নিবিড়তা বৃদ্ধি পাওয়ায় জমির উপর চাপ বেড়েছে। ◊ জমির স্বাভাবিক উর্বরতা শক্তির নিম্নমুখীতা। ◊ কৃষকদের মাটির স্বাস্হ্য রক্ষা বিষয়ক কারিগরী জ্ঞানের অভাব। ◊ কৃষকদের উৎসাহ কম।
| ◊ মাটির স্বাস্হ্য রক্ষার পর্যাপ্ত কর্মসূচী ও প্রণোদনার অভাব। |
| ১৩ | পরামর্শ | ১৩.১ সমন্বিত বালাই ব্যবস্হাপনা | · আইপিএম ও আইসিএম ক্লাবের মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। · ফসলের বালাই নিয়ন্ত্রণের সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের প্রযুক্তি প্রয়োগে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান। | ◊ এই প্রযুক্তির কার্যকারিতা রাসায়নিক প্রযুক্তির তুলনায় ধীর গতি সম্পন্ন বিধায় কৃষকের আগ্রহ কম। বিষয়টি শ্রমঘন ও সময় সাপেক্ষ বিধায় কৃষকের প্রযুক্তি প্রয়োগে আগ্রহ কম।
| ◊ জৈব বালাইনাশক; ফেরোমেন ট্যাপের অপর্যাপ্ততা। জৈব বালাইনাশকের প্রয়োগের সরকারী নীতিমালার অভাব। |
| ১৩.২ সেচ ব্যবস্হাপনা | · সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। · সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা। · পানি প্রয়োগে AWD(Alternate Wet & Dry)প্র্রযুক্তিব্যবহারে কৃষকদেরকে পরামর্শ প্রদান। | ◊ সেচ খরচ বেশী। ◊ভূপরিস্থ সেচের পানির অভাব। ◊পানির চাহিদা বিষয়ে কৃষকের জ্ঞানের অভাব। ◊অনেক ক্ষেত্রে সেচ খরচ হিসাবে উৎপাদিত ফসলের ১/৪ বা ১/৬ অংশ প্রদান করতে হয়। | ◊ স্হায়ীভাবে সেচ অবকাঠামো স্হাপনের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা অপ্রতুল। ◊নীতিমালার অভাব। ◊বিদ্যুতের লোডশেডিং | ||
| ১৩.৩ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান | · বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা,ঝড়, লবনাক্ততা, শীলাবৃষ্টি, জলাবদ্ধতা, জলোচ্ছ্বাস ইত্যাদি সংক্রান্ত প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাস ও দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | ◊প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতার অভাব। ◊পূনর্বাসন ও কৃষকদের আর্থিক সঙ্গতির অভাব। ◊পর্যাপ্ত সহায়তার অভাব।
| ◊দ্রুততার সাথে দূর্যোগের পূর্বাভাস সময়মতো উপকার ভোগীদের নিকট না পৌঁছানো। ◊যথাযথ সাহায্যের অপ্রতুলতা। | ||
| ১৩.৪ বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ | · কৃষক/কৃষাণীদের বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্হাপনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান। · পারিবারিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। · সবজি বীজ উৎপাদনে পরামর্শ প্রদান। | ◊উপর্যুক্ত জ্ঞানের অভাব। ◊বসতবাড়ীর আঙ্গিনায় পর্যাপ্ত জমির অভাব। ◊বসতবাড়ীতে সূর্যালোকের অভাব ◊উন্নত মানের বীজের অভাব। | ◊ পুষ্টি জ্ঞান বিষয়ক দক্ষ জনবলের অভাব। | ||
| ১৩.৫ ফল বাগান সৃজন ও ব্যবস্হাপনা | · উন্নত জাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান। · ফলবাগান ব্যবস্থাপনায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | ◊প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞানের অভাব। ◊মান সম্মত উন্নত জাতের চারার অভাব। ◊অপরিকল্পিত বৃক্ষরোপণ | ◊উন্নত জাতের মাতৃগাছের অভাব। ◊ফল সংরক্ষণাগারের অভাব। ◊অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা। ◊ফল প্রক্রিয়াজাতকরণের অভাব। | ||
| ক্র মি ক নং | বিভাগ/ দপ্তর | সেবাসমুহ/ সেবার নাম | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীর নাম | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় | সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুষঙ্গিক খরচ | সংশ্লিষ্ট আইন কানুন /বিধিবিধান | নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান | Frequency |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ০১ | উপজেলা কৃষি অফিস | প্রযুক্তি সহায়তা | ১। উপজেলা কৃষি কর্মকর্তা ২। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO
| ◊কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সমূহ কৃষকদের নিকট হস্তান্তর করার (Technology Transfer)জন্য প্রগতিশীল চাষীদের মাঠে প্রদর্শনী প্লট স্হাপন, মাঠ দিবস উদযাপন ও কৃষক র্যালীর আয়োজন করে সম্প্রসারণ সেবা প্রদান করা হয়। ◊দলীয় ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কৃষি প্রযুক্তি ও তথ্য সকল ধরনের কৃষকের নিকট পৌঁছে দেয়া এবং ফিড ব্যাক সংগ্রহ করে সমাধানের জন্য গবেষণা প্রতিষ্ঠান ও উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া। | প্রয়োজন মোতাবেক ।
◊নিয়মিত | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | ◊বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন ফসলের জন্য সরকারী বরাদ্দ মোতাবেক নির্দিষ্ট সংখ্যক প্রদর্শনী প্লট স্হাপন, মাঠ দিবস ও কৃষক র্যালীর আয়োজন করা হয়।
◊নিয়মিত |
| ০২ |
| মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO | · নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরণের ব্যবস্হা করা। · অন্যান্য উৎস হতে উন্নত মানের বীজ সংগ্রহে সহায়তা প্রদান করা। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ০৩ |
| কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | · সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান। · কৃষি ঋণ প্রাপ্তির অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান। · ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ০৪ |
| কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | · কৃষি বিষয়ক যেকোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো।
| নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ০৫ |
| সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও গবেষণা সংস্হার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ০৬ |
| কৃষি পণ্য বিপনণে সহায়তা করা। | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত করণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ০৭ |
| কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও নানাবিধ ব্যবহার মুখী পণ্যে রুপান্তরে কারিগরী সহায়তা প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ০৮ |
| প্রশিক্ষণ প্রদান | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO ৬। কৃষি অফিসের অন্যান্যকমর্চারী | কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত। |
| ০৯ |
| কৃষি পুনবার্সনে সহায়তা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO | বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক |
| ১০ |
| কৃষিতে ভর্তুকি ও উৎপাদনে সহায়তা প্রদান | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO | কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যেরাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণ। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক |
| ১১ |
| ১০ টাকার বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে সহায়তা প্রদান
| ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO | সহজ প্রক্রিয়ায় ১০ টাকা জামানতের বিনিময়ে ব্যাংকে হিসাব খুলতে কৃষকদের সহায়তা প্রদান।
| প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক |
| ১২ |
| কৃষি উপকরণ সহায়তা প্রদান
| ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO | কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কর্তৃক সময়ে সময়ে চাষীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক |
| ১৩ |
| সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
| প্রতিটি ইউনিয়ন হতে এক(০১) জন BCICসারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক(০১) জন খুচরা সার বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা হয়। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক |
| ১৪ |
| বালাই নাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৩।SAPPO | · বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান। · বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রন। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক। |
| ১৫ |
| সংগনিরোধ সেবা প্রদান | ১| সংগনিরোধ কীটতত্ত্ববিদ ২। উপ-সহকারী সংগনিরোধ কীটতত্ত্ববিদ
| ◊কোয়ারেনটাইন রুলস প্রয়োগের মাধ্যমে সমুদ্র, স্থল ও বিমান বন্দরে বৈদেশিক রোগবালাই এর অনুপ্রবেশ ও বিস্তার প্রতিরোধ করা। ◊দেশের অভ্যন্তরে ও আঞ্চলিক পর্যায়ে মারাত্বক বালাই অনুপ্রবেশ ও বিস্তার রোধে সেবা প্রদান করা। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক,কোয়ারেনটাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক । |
| ১৬ |
| সার মনিটরিং
| ১| উপজেলাকৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
| সারের আগমনী বার্তা প্রাপ্তির পর বিধি মোতাবেক বিক্রয়ের অনুমতি প্রদান। ◊ সার উত্তোলন, মজুদ ও সরবরাহ কার্যের নিয়ন্ত্রণ ও মনিটরিং। ◊ সারের মান ও বাজার নিয়ন্ত্রণ। ◊ ভেজাল সারের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ১৭ |
| বালাইনাশকের মনিটরিং | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ২।SAPPO | ◊বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ। ◊ ভেজাল বালাইনাশকের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন। | নিয়মিত । |
|
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ১৮ |
| লীফ কালার চার্ট ব্যবহার | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO | · লীফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান।
| প্রয়োজন মোতাবেক । |
- |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক । |
| ১৯ |
| গুটি ইউরিয়া ব্যবহার | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | গুটি ইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের পরামর্শপ্রদান।
| প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক । |
| ২০ |
| মাটির স্বাস্হ্য সংরক্ষণ। | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫। SAAO ৬। কৃষি অফিসের অন্যান্য কমর্চারী
| · মাটির স্বাস্হ্য সেবায় সুষম সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ ও শস্য পযার্য় বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা। · উপজেলা পর্যায়ে Soil Testing Kit ওমৃত্তিকাসম্পদউন্নয়নইনষ্টিটিউটএরপরীক্ষাগারওভ্রাম্যমানমৃত্তিকাপরীক্ষাগারেকৃষকের মাটি পরীক্ষা পূর্বক ফসল ভিত্তিক সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগের সুপারিশপ্রদান । · উপজেলা নির্দেশিকা অনুসারে সার সুপারিশ প্রদান করা। · শস্য পর্যায় ভিত্তিক ফসল আবাদ পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান। · জৈব কম্পোষ্ট, ভার্মি কম্পোষ্ট, খামারজাত সার প্রস্তুত ও ব্যবহারে কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান। | নিয়মিত । |
- |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ২১ |
| সমন্বিত বালাই ব্যবস্হাপনা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | · আইপিএম ও আইসিএম ক্লাবের মাধ্যমে পরিবেশ সম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। · ফসলের বালাই নিয়ন্ত্রণের সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের প্রযুক্তি প্রয়োগে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ২২ |
| সেচ ব্যবস্হাপনা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণকর্মকর্তা ৫।SAAO | · সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। · সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা। · সেচ প্রয়োগে AWD(Alternate Wet & Dry)প্র্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে পরামর্শ প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ২৩ |
| প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, লবনাক্ততা, শীলাবৃষ্টি, জলাবদ্ধতা, জলোচ্ছ্বাস ইত্যাদি সংক্রান্ত প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাস ও দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | প্রয়োজন মোতাবেক । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | প্রয়োজন মোতাবেক |
| ২৪ |
| বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | · কৃষক/কৃষাণীদের বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্হাপনায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান। · পারিবারিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। সবজি বীজ উৎপাদনে পরামর্শ প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |
| ২৫ |
| ফল বাগান সৃজন ও ব্যবস্হাপনা | ১| উপজেলা কৃষি কর্মকর্তা ২| অতিরিক্ত কৃষি কর্মকর্তা ৩। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৪। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৫।SAAO | · উন্নত জাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান। · ফলবাগান ব্যবস্থাপনায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | নিয়মিত । | - |
| উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে। | নিয়মিত । |